Director Message
দ্বীনি শিক্ষার খেদমতে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান
বিসমিল্লাহির রাহমানির রাহিম
দীর্ঘদিন ধরে বোলদেপোতা আমিনিয়া হাফিজি ও খারিজি মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নাত-উল-জামায়াতের অঙ্গসংগঠন "বোর্ড অফ ইসলামিক এডুকেশন"-এর নির্ধারিত সিলেবাস অনুসরণ করে সুনামের সঙ্গে দ্বীনি শিক্ষার খেদমত করে আসছে। আতফাল থেকে চাহারম পর্যন্ত মাওলানা বিভাগের সুশৃঙ্খল কার্যক্রম আল্লাহর অশেষ মেহেরবানিতে এগিয়ে চলেছে।
বর্তমানে প্রায় ১০০ জন ছাত্র আবাসিকভাবে অধ্যয়নরত রয়েছে, যাদের অধিকাংশই গরিব ও এতিম। অত্র মাদ্রাসায় ৮ জন দক্ষ শিক্ষক (হাফেজ, ক্বারী, মাওলানা ও জেনারেল শিক্ষাদানে পারদর্শী) এর নিবিড় তত্ত্বাবধানে ছাত্ররা কুরআনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানেও নিজেদের দক্ষ করে তুলছে।
দেশবাসীর অকুণ্ঠ দান ও বুজুর্গানে দ্বীনের দোয়ায় এই প্রতিষ্ঠান আজ আস্থা ও ভালোবাসার নাম হয়ে উঠেছে। তবে, মাদ্রাসার অবকাঠামো এখনও উন্নয়নের অতীব প্রয়োজনীয় পর্যায়ে রয়েছে। অসম্পূর্ণ বিল্ডিংয়ের কাজ শেষ করতে এবং সার্বিক পরিচালনায় স্বচ্ছলতা আনতে প্রয়োজন আপনাদের মূল্যবান সহযোগিতা।
আপনাদের যাকাত, ফিতরা, সদকা ও কুরবানির চামড়া প্রদানের মাধ্যমে আপনি হতে পারেন এই মহৎ দ্বীনি প্রচেষ্টার অংশীদার। এই বিনিয়োগ কেবল মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে না, বরং আপনাদের জন্য সাদকায়ে জারিয়ার অফুরন্ত সওয়াবের খাজানা হয়ে থাকবে ইনশাআল্লাহ।
আসুন, দ্বীনি শিক্ষার এ পবিত্র খেদমতে আমাদের নি:স্বার্থ অবদান রাখি এবং আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির সোপান তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কল্যাণময় কাজে শরিক হওয়ার তৌফিক দিন— আমিন।
যোগাযোগ:
মুহাম্মাদ আব্দুল্লাহ
মোবাইল: 9609093800
খাদেম: বোলদেপোতা আমিনিয়া হাফিজি ও খারিজি মাদ্রাসা
Read More